facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মে রবিবার, ২০২৪

Walton

শরীয়তপুরে ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন 


০৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার, ০৪:৩২  পিএম

শরীয়ডপুর থেকে এম এ ওয়াদুদ মিয়া, 

শেয়ার বিজনেস24.কম


শরীয়তপুরে ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন 

জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগ।

৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় শরীয়তপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ আবদুল হাদী মোহাম্মদ শাহ পরাণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত `এ` প্লাস ক্যাম্পেইনে বক্তব্য রাখেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, চলতি বছরের ১৮ জুন জেলার প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। আগামী ১২ ডিসেম্বর জেলার প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আবারও `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

`এ` প্লাস ক্যাম্পেইনটি আয়োজন করেছেন শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ এবং বাস্তবায়ন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবা বিভাগ। 

জেলার সকল মা`কে তার ছোট শিশুকে `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ আবদুল হাদী মোহাম্মদ শাহ পরান।

এ সময় জেলায় কর্মরত ইলেকট্রিক, প্রিন্টিং এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ মোজাম্মেল হক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: